Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন
  1. ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষক-কৃষানীর দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য লাগসই প্রশিক্ষন প্রদান।
  2.  গ্রামে গ্রামে উঠান বৈঠক এর মাধ্যমে কৃষক-কৃষানীর প্রাণিসম্পদ বিষয়ে অধিক সচেতন করে তোলা।
  3. দুধ,ডিম ও মাংস (নিরাপদ প্রানিজ আমিষের উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধি করা)।
  4. কাঙ্খিত পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা।
  5. জন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাতংক, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু সহ সকল ইমার্জিং ও রিইমার্জিং রোগ নিয়ন্ত্রন করা।
  6. নিরাপদ মাংস উৎপাদন বৃদ্ধি করে আভ্যন্তরিন চাহিদা পূরন এবং সকল খামারীকে উদ্বোধ্য করন ও তদারকি করা। 
  7. এন্টিবায়োটিক এর প্রভাবমুক্ত ভাবে নিরাপদ মাংস উৎপাদনে সকল খামারীদের প্রশিক্ষিত করে তোলা। 
  8. পরিবেশ বান্ধব অবস্থা তৈরীর জন্য সকল খামারে বায়ো গ্যাস প্লাণ্ট তৈরীতে উৎসাহিত করা।
  9. দাপÍরিক কাজের সকল স্তরে আই,সি.টির ব্যবহার নিশ্চিত করা।
  10. গবাদীপশু ও হাসঁ মুরগী কে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে খাদ্যে ভেজাল বিরোধী কার্যক্রম অব্যাহত রাখা।